মোংলায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১৭:১০
মোংলায় কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মোংলার বিদ্যারবাহন কোস্ট গার্ড ঘাঁটিতে কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ বিসিজিএস মুনসুর আলী ও দিগরাজ নৌ বাহিনীর ঘাঁটিতে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস তুরাগ দর্শনার্থীদের জন্য দুপুর থেকে বিকাল পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে।


এ সময় কোস্ট গার্ডের জাহাজ ও নৌ বাহিনীর জাহাজ ২টি জনসাধারণ ঘুরে ঘুরে দেখেন।


প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। এরই প্রেক্ষিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ও নৌ বাহিনী দিগরাজ ঘাঁটিতে যুদ্ধ জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।


২৬ মার্চ, মঙ্গলবার দুপুর থেকে জাহাজগুলো পরিদর্শন করতে খুলনা, মোংলার আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর এবং নারী ও পুরুষ আগমন করেন।


এছাড়াও জাহাজ দুইটি সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ।


জাহাজসমূহের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ বাহিনী সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ পায়।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com