
নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)র মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বাচ্চু মোল্লাকে বাঁচাতে গিয়ে অপর শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়েছে। আহত মাহাবুর শেখকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২৬ মার্চ, মঙ্গলবার সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াগ্রাম গ্রামের নজির মুন্সির বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মোল্লা কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কালিয়া উপজেলার নোয়াগ্রাম গ্রামের নজির মুন্সির বাড়ির ছাদে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক(রাজমিস্ত্রি) বাচ্চু মোল্লা ও অন্যরা। পরে তার হাতে থাকা রড অসাবধানবশত বাড়ির পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের (৩৩ কেভি) উপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলেই বাচ্চু মোল্লার মৃত্যু এবং তার সাথে থাকা অপর শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিবুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]