
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে একটি বিদেশি পিস্তল ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২ কেজি গাঁজাসহ এক চোরা কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
২৫ মার্চ, সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের নলডুবি ব্রীজের ওপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি, জেলার শিবগঞ্জ উপজেলার নলডুবি গ্রামের মো. ভাদু মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫)।
২৬ মার্চ, মঙ্গলবার ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে ২৫শে মার্চ রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের নলডুবি ব্রীজের ওপর যানবাহন তল্লামির জন্য অবস্থান নেন। এসময় একটি ব্যাটারি চালিত ভ্যান তল্লাশি করলে যাত্রীর ব্যাগ থেকে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গত এক বছরে ১৪ জন আসামিসহ ২৩টি দেশী/বিদেশি পিস্তল, ৩৯০ রাউন্ড গুলি এবং ৩৮টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]