
পাবনায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর৷
২৬ মার্চ, মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পাবনা খ সার্কেল ঈশ্বরদী এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতার হওয়া মাদক কারবারি পাবনা সদর উপজেলার মৃত আতিয়ার মোল্লার ছেলে কালু মোল্লা (৩৬)।
জানা যায়, লালমনিরহাট থেকে একজন গাঁজার ব্যবসায়ী তার ব্যবসার মালামাল পৌঁছে দেওয়ার জন্য করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১২ কেজি গাঁজা কার্টুন করে পাঠিয়েছিলেন৷ কার্টুনের মধ্যে কসমেটিক সামগ্রী আনা হচ্ছে বলে উল্লেখ করা ছিল। তবে সকালে সেই কার্টুন কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মাদক ব্যবসায়ী কালু মোল্লা। এ সময় তাকে সন্দেহ হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কার্টুন খুলে দেখেন সেখানে রয়েছে ১২ কেজি গাজা। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দীর্ঘদিন ধরে কসমেটিক্স আনার নামে গাজা পরিবহন করতেন তারা।
এ বিষয়ে জানতে করতোয়া কুরিয়ার সার্ভিসের পাবনা শাখার স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান৷ তাদের দাবি, কেউ যদি কসমেটিকস পরিবহন করার নামে মাদক পরিবহন করে তাহলে তাদের কোনো দায়ভার নেই৷
পাবনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পাবনা খ সার্কেলের পরিদর্শক, আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আর কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহনের বিষয়টি তদন্ত চলছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]