
রাজশাহীর মোহনপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
২৬ মার্চ, মঙ্গলবার সকাল ৬টা ১ মিনিটে একত্রিশ বার তোপধ্বনি ও ৬টা ১৫ মিনিটে মোহনপুর উপজেলা প্রশাসন, মোহনপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধাগণ, মোহনপুর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন, দলিল লেখক সমিতি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোহনপুর উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহিদ স্মৃতি স্তম্ভে শহিদদের স্মরণে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি। সভাপতিত্ব করেন, মোহনপুর উপজেলা পরিষদেরর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুস সালাম।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইচ চেয়ারম্যান সানজিদা আক্তার রিক্তা, সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল, ওসি তদন্ত আছের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল কবির, উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, আধা সরকারি, বেসরকারি স্কুল- কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
বিবার্তা/মোস্তাফিজুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]