
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের কর্মসূচি।
এরপর সকাল ৬ টা ১০ মিনিটে শহিদ স্মৃতিস্তম্ভে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন কর্মকর্তাগণ।
পরে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম রকিব নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযুদ্ধ কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলা স্কুলের মাঠে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি দলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার দৌলতপুরসহ বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
বিবার্তা/শরীফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]