
বগুড়ার একটি পুলিশ ফাঁড়ি থেকে চোর সন্দেহে আটকের পর হাতকড়াসহ দুই ব্যক্তি পালিয়েছে। এই ঘটনার পর এক পুলিশ কর্মকর্তা সহ সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশের মোট ৪ সদস্যকে।
সাময়িক বরখাস্ত করা হলে রবিবার রাতে তাদের সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
২৫ মার্চ, সোমবার বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন- উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল মাহবুব আলম, একরামুল হক ও মানিক রতন।
এরআগে গত শনিবার ভোরে এলজিইডি অফিসের সামনে থেকে চোর সন্দেহে আটক হয় মোহাম্মদ আলী (২৮) ও মিঠু মিয়া ওরফে ফারুক (২২)।
এরপর তারা পালালে মোহাম্মদ আলীকে আদমদিঘী থেকে হাতকড়াসহ পুলিশ আবারও গ্রেফতার করে । তবে অপর আসামি মিঠু মিয়া ওরফে ফারুককে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। আসামি পালানোর ঘটনায় উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুর রশিদ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, দায়িত্বে অবহেলার কারণে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে।
বিবার্তা/রাহেনুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]