
‘দালাল চক্রের নিয়ন্ত্রণে হাটিকুমরুল ভূমি অফিস’ শিরোনামে বিবার্তায় সংবাদ প্রকাশের পর নায়েবসহ দালালদের দৌড়-ঝাপ শুরু হয়েছে।
গত ১৯ মার্চ ২০২৪ তারিখে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিস দালাল চক্রের নিয়ন্ত্রণে এমন শিরোনামে সংবাদ প্রকাশের পরে খানিকটা নড়েচড়ে বসেছে হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ও অফিস পিওন নাজমুলসহ দালালচক্র।
চাকরি বাঁচাতে প্রভাবশালী মহলের কাছে ধরনা দিচ্ছে, করছে বিভিন্ন মহলে তদবির। সংবাদ প্রকাশের পর থেকেই পিওন নাজমুল অফিসে আসে না- চালিয়ে যাচ্ছেন নানা নাটকীয়তা।
ইউনিয়ন ভূমি অফিসে বহাল তবিয়তে থাকা দালাল চক্রের মধ্য চড়িয়া কালি বাড়ী গ্রামের কুরানের ছেলে মানিক দালাল, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রুকছানা খাতুনের স্বামী দালাল লিটন মিয়া, নায়েব এর কাছের লোক হওয়ায় সেইও কামিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। আরেক দালাল বাবলু মিয়াসহ প্রায় সকলেই দৌড়াচ্ছেন চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন প্রভাবশালীদের কাছে।
ইউনিয়নবাসীর দাবি নায়েব ও দুর্নীতিবাজ পিওন নাজমুলকে চাকরিচ্যুত করা হোক। সেই সাথে আমরা দালাল মুক্ত ভূমি অফিস চাই।
এই বিষয়ে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনের সাথে মোবাইলে যোগাযোগ করতে চেষ্টা করলে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বিবার্তাকে বলেন, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন তদন্তে গিয়েছিলেন। কি হয়েছে আমি বলতে পারব না।
বিবার্তা/কাইয়ুম/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]