
মোংলা ইপিজেডে বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
২৫ মার্চ, সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা আনসার ও পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক, পুলিশসহ সাংবাদিকরা আহত হন।
মোংলা ইপিজেডের ভি আই পি কারখানার শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতন এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে মোংলা ইপিজেড মূল ফটকের সামনে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে আনসার ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় বেশ কয়েকজন শ্রমিক, পুলিশ ও সাংবাদিকরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিবার্তা/জাহিদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]