
ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী আমিরুল বিশ্বাস হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
২৫ মার্চ, সোমবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ জুন কালীগঞ্জ উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের বাজারে আমিরুল ইসলাম বিশ্বাসের সাথে আসামি শাহিন মণ্ডল জাম্বু’র শালিসের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আমিরুল সন্ধ্যায় বাজার থেকে বাড়ি যাচ্ছিল পথে আসামি শাহিন মণ্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আহত আমিরুলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় পর দিন ১৩ জুন নিহতের স্ত্রী রমেছা বেগম বাদী হয়ে শাহিন মণ্ডলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০জুন আসামির বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি শাহিন মণ্ডল জাম্বুকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।
দণ্ডপ্রাপ্ত আসামি শাহিন মণ্ডল কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত সামছুল মণ্ডলের ছেলে।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]