
রাজশাহীর ভারতীয় সীমান্তবর্তী দুর্গম চর থেকে তিন কেজি ৩০৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। জব্দ করা হেরোইনের আনুমানিক দাম ৩ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রাতে ও রবিবার (২৪ মার্চ) ভোরে গোদাগাড়ীর পদ্মার চরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
২৪ মার্চ, রবিবার বিকেলে র্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ চরভূবনপাড়ার হাবিবুর রহমানের ছেলে মিশু শেখ (২১) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের উসকাটিপাড়ার আনু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রবিবার ভোর সোয়া ৫টার দিকে গোদাগাড়ীর আষাড়িয়াদহ চরভূবনপাড়ায় অভিযান চালিয়ে আসামি মিশু শেখকে গ্রেফতার করে। এ সময় অপর এক আসামি রাতের আঁধারে ভুট্টা ক্ষেতের ভেতরে পালিয়ে যান। পরে মিশুর বসতবাড়ির খড়ের স্তূপ থেকে এক কেজি ৭৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার বারইপাড়া পদ্মা নদীর দুর্গম চরে অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে এক কেজি ৫২৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তাদের নামে গোদাগাড়ী থানায় মাদক আইনে পৃথক মামলা হয়েছে। রবিবার বিকেলে দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]