
পাবনার সাঁথিয়ার বনগ্রামে অগ্নিকাণ্ডে ২টি পাটের গুদাম ও ১টি তেলের মিল পুড়ে গেছে।
২৪ মার্চ, রবিবার বেলা ১১ টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রথমে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ সৃষ্টি হলে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন মুহূর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে গেলে আগুনের বড় কুণ্ডলী দেখা যায়।
পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে।
জানা যায়, বিমল সাহার গুদামে ৫শত মণ ও রুবেলের গুদামে ১ হাজার মণ পাট রাখা ছিল। এছাড়াও জহুরুলের তেলের মিলে শত শত লিটার সরিষার তেল ও সরিষা ছিল।
তেলের মিলের কর্মচারী সাহেব আলী জানান, প্রথমে মিটার থেকে আগুন মিলে লাগে। পরে তা এক এক করে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে।
পাবনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহিদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে পরিমাপ করতে পারিনি।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]