
পাবনার ঈশ্বরদীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এ তথ্য জানান।
তিনি বলেন, ঈশ্বরদী স্টেশনরোড এলাকায় কতিপয় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্ন করাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল তার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন - জোবায়ের রহমান (১৭), রোহান (২১), আল আমিন (১৭), বাপ্পি (১৬), রাকিব (১৭), শিহাব (১৬), মেহেরাব হোসেন (১৭) ও তাহসিন (১৭)।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানাজায় উল্লেখিত কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ঈশ্বরদী থানাধীন বিভিন্ন রাস্তাঘাটে ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।
জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবাতা/পলাশ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]