কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্ম পাবনায়
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ২১:৫০
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্ম পাবনায়
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্ম বাংলাদেশের পাবনা জেলায়! সত্যি না হলেও তার একটি জন্মসনদ থেকে এমনটিই জানা গেছে।


দেশের জন্ম ও মৃত্যু সনদ সার্ভারে দেখা যাচ্ছে, আবেদনকারীর নাম ‘জাস্টিন ট্রুডো’, পিতা- পিয়েরে ট্রুডো, মাতা- মার্গারেট ট্রুডো, তিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। তিনি আবেদন করেছেন বাংলাদেশের জন্ম নিবন্ধনের জন্য। সেই জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়েছে পাবনা থেকে। পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে তাঁর নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্ম নিবন্ধন সনদ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, গত বছরের শেষের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান।
তিনি জীবিত থাকাকালীন ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে নিলয় হোসেনকে পরিষদে বসানো হয়। পরিষদে বসার পর থেকেই নিলয় জন্ম নিবন্ধন দিতেন। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই ইউনিয়ন পরিষদে অনেক কিছুই সম্ভব!


এ বিষয়ে বুধবার (২০ মার্চ) সকালে পরিষদে গিয়ে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তবে বৃহস্পতিবার থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ।


আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লার কাছে জানতে চাওয়া হয়– কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্মসনদ আপনার ইউনিয়ন থেকে সম্পন্ন হয়েছে। এর জন্য আপনার কি গর্ববোধ হচ্ছে?


তিনি বলেন, আমার কাছে এটি লজ্জার বিষয়। কারণ, যিনি বাংলাদেশের নাগরিক নন, তার নিবন্ধন হয়েছে আমার ইউনিয়ন পরিষদ থেকে। এটা আমার জন্য খুবই লজ্জার।


আহম্মদপুর ইউনিয়নের ইউপি সচিব আওলাদ হাসান বলেন, আমি এসব ঘটনার কিছুই জানি না। সার্ভারের ইউজার নেম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়তো কোনো সময়ে জেনে গেছে। আমার অগোচরে সে ওটিপি কোড নিয়ে এসব করেছে। এ ঘটনায় আমি দায়ী নই। এ ঘটনায় রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে পাবনার জেলা প্রশাসককে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মির্জা তারিক হিকমত বলেন, আমরা এখন বুঝতে পারলাম। যেহেতু আমরা সার্ভার নিয়ে কাজ করি, সুতরাং কে কয়টায় কাজ করেছে, তা ধরা পড়েছে আমাদের কাছে। এখন আমরা অ্যাকশন নেব।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com