
নব গঠিত খাগড়াছড়ি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।
২০ মার্চ, বুধবার দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবর্ধনায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমানসহ নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
এতে মিডিয়ায় কর্মরতদের ঐক্যবদ্ধভাবে পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে কাজ করাসহ সম্প্রীতির বন্ধন অটুট রেখে কাজ করাসহ একে অপরের পাশে থাকার আহ্বান জানান বক্তারা।
এ সময় প্রয়াত সাংবাদিক ওমর ফারুক শামিম, পলাশ বড়ুয়া, সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতা জীতেন বড়ুয়ার মৃত্যুতে তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের সকল উন্নয়নের অংশীদার সাংবাদিকরাও। পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) থেকে পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে সাংবাদিকরা কাজ করে গেলেও খাগড়াছড়িতে সাংবাদিকদের বিষয়ে কেউ ভাবেনা। নানা সংকটসহ কষ্টে সময় কাটালেও তাদের দেখার কেউ নেয়।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]