বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের তীব্র যানজনট, বিপা‌কে চালক-যাত্রীরা
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৮:৪৬
বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের তীব্র যানজনট, বিপা‌কে চালক-যাত্রীরা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাড়‌তি প‌রিবহ‌নের চাপের কার‌ণে টাঙ্গাইল মহাসড়‌কে প্রায় ১৭ কি‌লো‌মিটার সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম বিপা‌কে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা।


বুধবার (৬ মার্চ) ভোররাত থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে কা‌লিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে।


স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুই লে‌নেই প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে এলেঙ্গা হ‌তে ঢাকাগামী লে‌নে তেমন প‌রিবহন নেই। যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা হ‌তে ভুঞাপুর-তারাকা‌ন্দি- বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব্যবহার ক‌রে সেতু গোলচত্বর হ‌য়ে চলাচল কর‌ছে।


চালকরা জানান, মা‌ঝেম‌ধ্যে ভোর থেকেই এই সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। এতে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হয়। ত‌বে আজ‌কে সড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি র‌য়ে‌ছে।


মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি সেই সঙ্গে এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত দুই লে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাকচালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌এতে পেছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হ‌বে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com