
দীর্ঘ ১৬ বছর পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার বিকেলে সরকারি অডিটোরিয়াম হলরুমে সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়
নির্বাচনে ১০ উপজেলার ৭১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এই তিন পদে নেতা নির্বাচন করেন৷ নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে আবু দাউদ প্রধান সভাপতি, মাহফুজার রহমান বাবু সাধারণ সম্পাদক, আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি সাংগঠিক পদে নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সন্মেলনে জানা যায়, এর আগে ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়৷ সন্মেলনে আবু দাউদ প্রধান সভাপতি সাধারন সম্পাদক পদে আনোয়ার হোসেন নির্বাচিত হন। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও আন্দোলন সংগ্রামের মাঝে কোন সন্মেলন করা সম্ভব হয়নি৷ সর্বশেষ ২০২০ সালে আনোয়ার হোসেনকে আহবায়ক ও সেকেন্দার আলীকে সদস্য সচিব নির্বাচিত করে দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ভোট গননা শেষে নির্বাচিতদের নাম ঘোষনা করেন সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করে জেলা বিএনপির কাছে জমা দেয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]