
লক্ষ্মীপুর জেলা সরকারি কর্মচারী ক্লাবের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ ক্লাবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা সরকারি কর্মচারী সমন্বয়ক পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মেজবা উল আলম ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল।
জেলা কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শামিমুল ইসলাম। চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি মোহাম্মদ মহসিন কবিরসহ জেলা-উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/সুমন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]