
বগুড়ার শেরপুরে ফাইমা খাতুন (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ফাইমা খাতুন উপজেলার ফুলতলা পশ্চিমপাড়া এলাকার জালালের মেয়ে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা পশ্চিমপাড়া এলাকায় নিজ ঘরে ঝুলে এ ঘটনা ঘটান ফাইমা খাতুন।
স্থানীয়রা জানান, গত ছয় মাস পূর্বে ফাইমার কুসুম্বি ইউনিয়নের কেল্লা গ্রামে বিয়ে হয়। এরপর থেকে তারা ফুলতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যা ছয়টার দিকে নিজ ঘরে তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনি পদক্ষেপ শেষে পরিবারের নিকট হস্তান্তর হবে লাশ।
বিবার্তা/রাহেনুর/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]