
কুমিল্লায় শিশু আরাফাত হোসেন বাপ্পিকে (৭) হত্যার দায়ে তার সৎ বাবা মো. সেলিম প্রকাশ রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল শিশু বাপ্পিকে অপহরণ করেন তার বাবা সেলিম প্রকাশ। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সেলিম প্রকাশের কথা মতো শিশু বাপ্পিকে খুঁজতে কবিরাজ বাড়িতেও যান ভুক্তভোগীর মা। একপর্যায়ে সেলিম প্রকাশের কার্যকলাপে সন্দেহ হয় পুলিশের। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গলিয়ারা দক্ষিণ ইউপি দনাজোর বিলে লাশ আছে বলে জানান তিনি। পরে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশু বাপ্পির মামা মো. আল আমিন বাদী হয়ে কুমিল্লা দক্ষিণ থানায় সেলিম প্রকাশের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
২০২২ সালের ৩০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম প্রকাশের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ৩১ অক্টোবর অভিযোগ গঠন করে ২১ জন সাক্ষীর কথা উল্লেখ করে রাষ্ট্রপক্ষ। পরে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে সেলিম প্রকাশের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ডের রায় দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]