সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে আটক ২০
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে আটক ২০
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন বিভিন্ন এলাকায় কাঁকড়া ধরার সময় ২০ জেলেকে আটক করা হয়েছে।


৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনে অভিযান চালিয়ে পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের বনরক্ষীরা তাদের আটক করে। এসময় কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ১১টি নৌকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে বন বিভাগ।


আটককৃতরা হলো- সোহাগ খান, মামুন ফকির, কৃষ্ণ মন্ডল, নুর সাদেক, শহিদ শেখ, হরমুজ মুছল্লি, সুজন গাজী, আবদুল্লা শেখ, ছেলে রবিউল শেখ, মোকলেস শেখ, সাইফুল ফকির, হাসান শেখ, মোঃ বোরহান, মোঃ শাহদত, জসিম মল্লিক, ছয়ফুল্লা মল্লিক, জোবায়ের সরদার, সবুজ শেখ, হোসেন গাজী ও ইয়াসিন গাজী।


তাদের সবার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে ও রামপাল উপজেলার কাটা খাল এলাকার বিভিন্ন গ্রামে।


চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, এখন কাঁকড়ার প্রজনন মৌসুম চলছে। জানুয়ারি-ফেব্রুয়ারি এ দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে বনবিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন সংলগ্ন কয়েকটি এলাকার লোকজন অবৈধভাবে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করছিলো। গোপনে খবর পেয়ে সুন্দরবনের রেখামালী খাল থেকে তাদের আটক করা হয়।


এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com