
রাজশাহীর বিআরটিএ অফিসে দুদক অভিযান চালিয়েছে। ২১ জানুয়ারি, রবিবার বেলা ১১টার দিকে দুদকের একটি দল বিআরটিএ কার্যালয়ে অভিযান শুরু করে।
এসময় বিআরটিএ’র সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমান খানের কার্যালয়ে তল্লাশি চালানো হয়। বিআরটিএ কার্যালয়ে আসা সেবা গ্রহীতাদের সঙ্গেও কথা বলেন দুদকের দলটি।
দুদকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জানান, বিআরটিএ কার্যালয়ে ঘুষ না দিলে চালকদের লাইসেন্স হয় না-এমন অভিযোগ হয়েছিল দুদকের প্রধান কার্যালয় ঢাকাতে। সেখান থেকে বিষয়টি অবগত করা হয় রাজশাহী অফিসকে। এরপর রাজশাহী অফিসের দুদক দল রবিবার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায়। এসময় বেশকিছু গুরুত্বপূর্ণ ফাইলও জব্দ করা হয়।
বিবার্তা/মোস্তাফিজ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]