
নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সময়ের আলোর প্রতিনিধি মো. আব্দুল মালেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২০ জানুয়ারি, শনিবার বিকালে রাণীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ের আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষ্যে সভার আয়োজন করা হয়।
সভায় সকল সদস্যের সম্মতিতে ২০২৪-২৫ সালের জন্য রাণীনগর উপজেলা প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. তানভীর আহমেদ (দৈনিক সকালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম (দৈনিক ক্রাইম তালাশ), সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র প্রামানিক (কালবেলা), প্রচার সম্পাদক মনোরঞ্জন চন্দ্র (আমার সংবাদ), কোষাধ্যক্ষ মো. বুলেট হোসেন (বাংলাদেশ সমাচার)।
এ ছাড়া সদস্যরা হলো- আব্দুল খালেক, আখেরুজ্জামান উজ্জ্বল, ছানোয়ার জাহান আল-মামুন, ফরহাদ হোসেন, তন্ময় ভৌমিক, আব্দুল মতিন, রায়হান আলম, জাকির হোসেন, জহুরুল ইসলাম ও রাশেদুল ইসলাম।
বিবার্তা/শামীনূর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]