ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মিলেছে ককটেল সদৃশ বস্তু উদ্ধার। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ছয়টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। সকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তল্লাশি অব্যহত রেখেছেন। এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত একটার দিকে লালন শাহ হলের পকেট গেট সংলগ্ন এলাকায় দুইটি ককটেল সদৃশ্য বস্তুর দেখা মিললে আতঙ্ক ছড়িয়ে পড়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে। তখন কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়। পরে রাতেই ইবি থানা পুলিশ সেগুলো উদ্ধার করে। এরপর সকালে শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি, ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন এলাকায় দুইটি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইন্টারন্যাশনাল ব্লকের সামনে একটি ককটেল সদৃশ্য বস্তু পাওয়া যায়। সবগুলো ঘটনাস্থল পরিদর্শন করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে ইবি থানা পুলিশ এসে সেগুলো নিষ্ক্রিয় করে।
ইবি থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন রহমান বলেন, আমি বিষয়টি বিস্তারিত জানিনা। ভিসির সাথে জরুরি মিটিং আছে। মিটিং শেষে বিস্তারিত বলতে পারবো।
প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমরা পুলিশের মাধ্যমে ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছি। ক্যাম্পাস খোলার পরপরই এমন ঘটনা আতঙ্কজনক। কুষ্টিয়া ডিএসবি থেকে একটা স্পেশাল ডিটেক্টিভ টিম এনে পুরো ক্যাম্পাস সার্চ করা হবে।
বিবার্তা/জায়িম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]