
১৪ দলের শরিকদের অন্যতম ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন।
বরিশাল-২ আসনে তিনি ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে ফায়জুল হক পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।
রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং আওয়ামী লীগ শরিকদের জন্য যে ছয়টি আসন ছেড়ে দিয়েছিল তার মধ্যে একটি ছিল রাশেদ খান মেননের এই আসনটি। এর ফলে ওয়ার্কার্স পার্টির আরেকজন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা ফজলে হোসেন বাদশা হারলেও রাশেদ খান মেনন বিজয়ী হলেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]