
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এই আসনের ১৬৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৮ হাজার ৩৮২টি। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী সাবের হোসেন চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৪০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের কাজী আবুল খায়ের পেয়েছেন ৫৩০ ভোট।
এবারের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৭০ জন প্রার্থী। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৪৩৬ জন। এছাড়া নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে এবার ২৯৯ আসনে হচ্ছে নির্বাচন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]