
চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন এলাকা থেকে দুটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
৬ জানুয়ারি, শনিবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ম্যানেজার ওবাইদুল ইসলাম জানান, ঢাকা থেকে আগত যাত্রীবাহী বনলতা ট্রেন স্টেশনে অবস্থান করছিল। এসময় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা স্টেশনের পূর্ব দিকে দুটি ককটেল দেখতে পাই। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে ককটেল দুটি উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আমরা দুটি ককটেল সদৃস্য বস্তু উদ্ধার করেছি, এ নিয়ে তদন্ত চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]