
ঝিনাইদহ শহরে পৃথক ৩ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
৬ জানুয়ারি, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
জানা যায়, শহরের প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে দুইটি ও এইচএসএস সড়কের মূল রাস্তায় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শীতের রাত হওয়ায় লোকজন চলাফেরা এমনিতেই কম ছিল বলে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে ঝিনাইদহ পবহাটি গ্রামের আব্বাস শেখ নামে একব্যক্তি পায়রা চত্বরের বিস্ফোরণে সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, নির্বাচনের বিরোধীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে তদন্ত চলমান রয়েছে। এমন ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না।
বিবার্তা/রায়হান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]