বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯:০১
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।


৬ জানুয়ারি, শনিবার জেলার বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।


নিহতরা হলেন- পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মৃত মোতালেব মেলকারের ছেলে এম এম মঞ্জুর রহমান (৫০) ও চর শরিকল এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রতন সিকদারের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।


বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল জানান, সকালে ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনা উপজেলার উদ্দেশে আসছিল একটি বাস। বাসটি বাকেরগঞ্জ উপজেলার যাদুরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী মঞ্জুরের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরও ছয় যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন।


অপরদিকে গৌরনদী মডেল থানার এসআই মজিব রহমান স্থানীয় ইউপি সদস্য মো. বাবুলের বরাত দিয়ে জানান, ভোরে মোটরসাইকেল নিয়ে উপজেলার ডিসি রোড দিয়ে আসছিলেন শফিকুল। সড়কের মৃধা বাড়ি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com