আমতলীতে ৫ ভোটকেন্দ্রে আগুন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫২
আমতলীতে ৫  ভোটকেন্দ্রে আগুন
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরগুনার-১ আসনের আমতলী উপজেলার পাঁচটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এ কেন্দ্রগুলোতে আগুন দেওয়া হয়।


স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। স্থানীয়রা জানান, আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা আগুন দিয়েছে।


জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত জোট চেষ্টা চালিয়ে আসছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার পাঁচটি ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা।


কেন্দ্রগুলো হলো- আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী দাখিল মাদরাসা কেন্দ্র, মধ্য আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পৌরসভার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।


স্থানীয়রা জানান- আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কেন্দ্রে আগুন দিয়েছে।


চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরী ইমাম হোসাইন বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয় এবং লাইব্রেরীর সামনে আগুন দেয়। স্থানীয়রা দেখে আগুন নিয়ন্ত্রণ আনেন। এতে ক্ষতি হয়নি।


প্রত্যক্ষদর্শী ডালাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রিফাত ও কুলসুম বলেন, আগুন দেয়ার খবর পেয়ে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বিদ্যালয় ভবনের টিনের বেড়ায় আগুন লেগে সামান্য পুড়ে গেছে।


আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com