
নড়াইল-১ ও ২ এর নির্বাচনি কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি, শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করা হয়। জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সরঞ্জাম বিতরণ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ পুলিশ ও আনসার ভিডিপি বাহিনীর সদস্যরা ছাড়াও নির্বাচনে সংশ্লিষ্টরা। ৬টি স্টল করে যার যার কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়।
জেলা রিটানিং কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, নড়াইল-১ আসনে মোট কেন্দ্র ১১০টি, ভোটার সংখ্যা ২লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন, মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন। অপরদিকে নড়াইল-২ আসনে মোট কেন্দ্র ১৪৭টি, ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৩হাজার ৭৩৬ জন।
নড়াইল-১ সংসদীয় আসনে মোট ৬ জন, নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]