
পঞ্চগড়ে পাঁচটি উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর করছেন।
৬ জানুয়ারি, শনিবার সকাল সাড়ে দশটা থেকে নির্বাচনি সরঞ্জাম হিসেবে ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, কালী সহ অন্যান্য সামগ্রী প্রিজাইডিং অফিসার দের হাতে তুলে দেন।
জেলার ২শত ৮৭টি কেন্দ্রে স্ব স্ব প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসারগণ এসব নির্বাচনি সরঞ্জামাদি গ্রহণ করেন।
উল্লেখ পঞ্চগড়ের দুটি আসনে ৮ লাখ ২৬ হাজার ৮৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।
জেলা রিটার্নিক কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন নিরপেক্ষ নিরবচ্ছিন্ন এবং শান্তিপূর্ণ করতে জেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৯টি টিমে পুলিশ বিজিবি এবং র্যাব সদস্যরা নিয়োজিত থাকবেন।
জেলায় পুলিশ সদস্য ৮৫০ জন, বিজিবি ১৩ প্লাটুন, র্যাব ৪ প্লাটুন, ব্যাটালিয়ন (এপিবিএন) ৪ প্লাটুন, আনসার ব্যাটালিয়ন ৮ প্লাটুন নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছেন।
বিবার্তা/বিপ্লব/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]