
রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
৩১ ডিসেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টায় দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান।
জাহিদ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের ফজলুল শেখের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। রবিবার সকালে পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে উপজেলার কাউনিয়া ফায়ার স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহফুজ রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি সড়ক আইন মামলা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]