
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচার কেন্দ্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার ট্রাক প্রতীকের ও একই এলাকায় স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলমের ঈগল প্রতীকের প্রচার কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ, এছাড়া শুক্রবার রাতে ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শালীহর গ্রামে ট্রাক প্রতীকের কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
তাঁতকুড়া গ্রামের ট্রাক প্রতীকের সমর্থক সোলায়মান জানান- শুক্রবার সকালে এসে দেখেন রাতের আঁধারে তাদের নির্বাচনি ক্যাম্প কে বা কাঁহারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
ঈগল প্রতীকের কর্মী কামাল হোসেন জানান- সকালে এসে দেখেন তাদের প্রচার কেন্দ্রের চেয়ার, টেবিল ভাঙা, পোস্টার ছিঁড়ে ফেলে রেখে গেছে। কিছু চেয়ার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ট্রাক প্রতীকের কর্মী গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান- শুক্রবার সন্ধ্যায় তারা শালীহর গ্রামে ট্রাক প্রতীকের একটি মিছিল করেন। এর কিছুক্ষণ পর নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে একটি মোটরসাইকেল শোডাউন করেন। শোডাউন থেকে ট্রাক প্রতীকের সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন হুমকি দামকি দেয়া হয়। ভয়ে আমাদের কর্মী-সমর্থকেরা বাড়িতে চলে যায়। পরে সকালে এসে দেখেন প্রচার ক্যাম্পের কাপড়ের ছাউনি, চেয়ার, টেবিল ভাঙা ও পোস্টার ছেঁড়া।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাগুলো সাধারণ ডায়েরিসহ রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করা হবে।
বিবার্তা/হুমায়ুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]