
কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জন এবং বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে শেরপুরে বিক্ষোভ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি।
২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকালে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে এই মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, শ্রীবরদী শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক আলবেরুনী মো. আবু রায়হান, সদস্য সচিব ইখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন প্রমুখ।
এ সময় তারা বলেন, ৭ জানুয়ারি ভোট বর্জনের মধ্যে দিয়ে সরকারকে লাল কার্ড দেখাতে হবে। তারা নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বিভিন্ন স্লোগান দেয়।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]