শিরোনাম
দুর্গাপুর সাংবাদিক সমিতির ২য় বর্ষপূর্তি উদযাপিত
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৩২
দুর্গাপুর সাংবাদিক সমিতির ২য় বর্ষপূর্তি উদযাপিত
দুগার্পুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+


আনন্দ আয়োজনে উদযাপিত হলো দুর্গাপুর সাংবাদিক সমিতির অমলিন অগ্রযাত্রার ২য় বর্ষপূর্তি। ২৭ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় সাংবাদিক সমিতির অফিসে এই আয়োজন অনুষ্ঠিত হয়৷


এতে কেক কাটা,আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক সমিতির সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ গৌড় অনুষ্ঠান সঞ্চালনা করেন।


এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা উজ্জ্বল, সহ সভাপতি মোরশেদ আলম, কবি সজীম শাইন, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, প্রচার সম্পাদক হৃদয় হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক নূর আলম, তথ্যপ্রযুক্তি সম্পাদক আদনানুর রহমান এবং সাংবাদিক আরিফুর রহমান পাপন।


২য় বর্ষপূর্তির এই অনুষ্ঠানের আলোচনা পর্বে আলোচকরা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে পথ চলছে দুর্গাপুর সাংবাদিক সমিতি। বিগত দুই বছরের মতো সামনের বছরগুলোতেও এই চর্চা অব্যাহত থাকবে। সাংবাদিক সমিতি মানুষের কল্যাণে নিবেদিত হয়ে নানা সামাজিক কর্মকান্ডও করে চলছে। সত্য ও সুন্দরের এই কর্মস্পৃহার মাধ্যমে সাংবাদিক সমিতি এগিয়ে যাবে বহুদূর।


বিবার্তা/পলাশ/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com