বাগমারায় নির্বাচনি প্রচারণায় হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:০৮
বাগমারায় নির্বাচনি প্রচারণায় হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আহত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী-৪ (বাগমারা) আসনে কাঁচি প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর কারণে উপজেলার ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৃথক দুই ঘটনায় আহত ৩ জনকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর গ্রামের রজনী ও অজিত কুমারকে প্রচারণা চালানোর সময় চায়ের স্টল থেকে বের করে এবং বালানগর গ্রামে কাঁচি প্রতীকের পোস্টার লাগানোর সময় লুৎফর রহমান নামে একজনকে পিটিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।


নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা এই হামলা চালায় বলে তারা অভিযোগ করেছেন। পৃথক দুটি ঘটনায় রাতেই থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।


এদিকে মঙ্গলবার রাতে তাদের হাসপাতালে দেখতে যান, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।


এসময় তিনি বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু মানুষ শান্ত বাগমারাকে পুনরায় অশান্ত করার চেষ্টা করছে। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা যত্রতত্রভাবে লোকজনকে পেটাচ্ছে। তবে বাগমারাবাসী এসকল নির্যাতনের জবাব দেবে আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে।


বিবার্তা/রানা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com