রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাছ জব্দ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ২১:৫৯
রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাছ জব্দ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্দেশনা অমান্য করে দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে প্রধান সড়ক দখল করে মাছ বিক্রির অপরাধে মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।


২৩ ডিসেম্বর, শনিবার রাতে পাকেরহাট বাজারে মাছহাটির পার্শ্বে এই ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।


ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, রাস্তা দখল করে মাছ বিক্রি যেন না করে সেজন্য ইতিপূর্বে কয়েকবার সতর্ক করেছিলাম। এরপর জরিমানা করার পরেও তারা পুনরায় চলাচল প্রতিবন্ধকতা তৈরি করে রাস্তার উপরে মাছ বিক্রি করে। তাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


তিনি আরো বলেন, শুধু মাছ বিক্রেতা নয় রাস্তা দখল করে কোন স্থাপনা করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/জামান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com