বাগেরহাটে ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৪২
বাগেরহাটে ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে ২৬জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।


১৮ ডিসেম্বর, সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেয়া হয়।


এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক পেয়েছেন।


বাগেরহাট ১ ও ২ আসনের শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময়ের পক্ষে প্রতীক গ্রহণ করেন মোহাম্মদ ফিরোজুল ইসলাম।


এছাড়া বাগেরহাট ৩ আসনের নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহার ও বাগেরহাট ৪ আসনে নৌকার প্রার্থী সাবেক ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রতীক গ্রহণ করেন।


বিবার্তা/রাজু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com