বিজয় দিবস উপলক্ষ্যে
দৌলতপুর সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৩
দৌলতপুর সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি। দৌলতপুর উপজেলার পৃথক সীমান্তে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করা হয়।


বিজিবি সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার বিকেল ৪টায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তে ১৫৩/১১-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানল্যান্ডে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার বাসারুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিএসএফ’র নিকট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।


এসময় ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নিউ উদয় ক্যাম্পের ইনচার্জ এসআই ইউজেশ সহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।


অপরদিকে একইদিন দুপুর ২টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে ১৫৩ মেইন সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানল্যান্ডে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিএসএফ’র নিকট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।


এসময় উপস্থিত ছিলেন ভারতের রানীনগর বিএসএফ ক্যাম্প ইনচার্জ এসআই বলবীর সিংহ সহ বিসএফ সদস্যরা।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com