
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে সজিব মিয়া (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
১১ ডিসেম্বর, সোমবার বেলা ১০টার দিকে আখাউড়া পৌরসভার ইউসুফ মিয়ার কলোনিতে এই ঘটনা ঘটে।
সজিব নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মহল্লা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত দেড় বছর আগে সজিব মিয়া সিলেট জেলার চাঁদপুর গ্রামের আলী হোসেনের মেয়ে আঁখি আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পর তারা আখাউড়া পৌরসভার ইউসুফ মিয়ার কলোনিতে ভাড়া থাকেন। সজিব যেকোনো বিষয় নিয়ে আঁখিকে সন্দেহ করতো। এসব থেকে তাদের সাংসারিক জীবনে অশান্তি নেমে আসে।
সকালে ১১ ডিসেম্বর আঁখির সঙ্গে অভিমান করে শোবার ঘরে তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সজিব আত্মহত্যা করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।
বিবার্তা/নিয়ামুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]