গাইবান্ধায় সাইবার বুলিং বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১
গাইবান্ধায় সাইবার বুলিং বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং বাড়ছে। নির্বাচন এলেই সবার মধ্যে এ নিয়ে আতঙ্ক কাজ করে। শিশুদের মনেও গুজব বিষবাষ্প ছড়াচ্ছে। সবাইকে সাইবার বুলিং, কু তথ্য, গুজব নিয়ে সতর্ক থাকতে হবে।’


১১ ডিসেম্বর, সোমবার অবলম্বন কনফারেন্স রুমে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।


গোলটেবিল বৈঠকে ‘সমাজে কু তথ্য ও নাগরিকদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠকে সঞ্চালনা করেন জন উদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী এবং ধারণাপত্র উপস্থাপন করেন নারীনেত্রী অঞ্জলী রানী দেবী।


দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বৈঠকটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।


বৈঠকে বক্তারা আরও বলেন, সমাজে শিশুদের মনে বিষবাষ্প প্রবেশ করানো হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা এ কারণেই বাড়ছে। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যে-সব ভায়ালোশন হয়। সেগুলো প্রতিরোধে এখনই সচেতন না হলে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আরও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।


জন উদ্যোগ গাইবান্ধার আহ্বায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে বৈঠকে আরও আলোচনা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমান, পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম বাবু, সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর কবির তনু, জিয়াউল হক কামাল, শিক্ষক সাখোয়াত হোসেন, অশোক সাহা, মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট, গোলাম রব্বানী মুসা, জিআরডিএঅ এর নির্বাহী পরিচালক আসাদুর রহমান, সেভ দ্যা চিলড্রেন এর নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী নাজমা বেগম ও ইয়্যুথ ফোরামের সুচিত্রা মুর্মু তৃষ্ণা প্রমুখ।


বিবার্তা/আ.খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com