শিরোনাম
নড়াইলে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৩:০৯
নড়াইলে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও জরিমানাপ্রাপ্ত আসামি রিশাদ মোল্যা এবং রাজিয়া বেগমকে গ্রেফতার করেছে।


আসামিরা রিশাদ মোল্যা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামের শুকুর মোল্যার ছেলে এবং অপর আসামি রাজিয়া বেগম একই ইউনিয়নের পার-শালনগর গ্রামের আইযুব মোল্যার স্ত্রী।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার (১০ডিসেম্বর) রাতে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, আসামিদের ১১ ডিসেম্বর, সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com