
বিশ্ব মানবাধিকার দিবসে মানববন্ধন করেছে ফেনী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১০ ডিসেম্বর, রবিবার সকালে শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট পার্থপাল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দাগন ভুঁইয়া উপজেলা বিএনপির সহ সভাপতি শাহিন আকবর, ফেনী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ভিপি, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামসুউদ্দিন খোকন।
বক্তারা বলেন, এ সরকারের আমলে কোনো মানবাধিকার নেই। মানবাধিকার লঙ্ঘনে এ সরকার চ্যাম্পিয়ন। আসামি না পেলে, আসামির মা, বোন, বাবা ও ভাইসহ কাউকে রেহাই দিচ্ছেনা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বেগম জিয়াসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
মানববন্ধনে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল, তাঁতীদল, বাস্তুহারা দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]