টাঙ্গাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৩
টাঙ্গাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশে গুম, হত্যা, জেল জুলুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


১০ ডিসেম্বর, রবিবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে আদালত প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মাইদুল ইসলাম শিশির, অ্যাডভোকেট শাহজাহান কবির প্রমুখ।


এসময় অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া, এম এ রৌফ, সাইদুর রহমান স্বপন, আতিকুর রহমান জামিল, তারিকুল ইসলাম ইউসুফ, এমদাদুল হক সাইদ, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন, অ্যাডভোকেট রক্সি মেহেদী, জেলা শ্রমিক দলের সাধারণ একেএম মনিরুল হক মনির, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, এ সরকারের আমলে গণতন্ত্র ভূলুণ্ঠিত। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাভোগ করে রাখাসহ ভাইস চেয়ারম্যান আজ নির্বাসনে।


বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাগারে। লাখ লাখো নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছে।


গণতন্ত্রকে পুনরুদ্ধার ও ছিনিয়ে আনার আহ্বান জানান বক্তারা। এ সময় বক্তারা আরও বলেন, দেশে বিএনপি বিহীন কোনো নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com