
ডুবোচরে আটকে যাওয়া টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ থেকে যাত্রীদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যাওয়ার পথে শাহপরীর দ্বীপের ডুবোচরে আটকে ছিল ‘এম ভি গ্রীন লাইন-১’ নামে একটি পর্যটকবাহী জাহাজ। ১০ ডিসেম্বর, রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করেছে। ৪৪ জন পর্যটক আটকে পড়ার খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করে সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়েছে।
বিবার্তা/ফরহাদ/জাহিদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]