বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৪
বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার’ প্রতিপাদ্যে বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।


১০ ডিসেম্বর, রবিবার দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।


সভায় প্রধান অতিথি বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বির্নিমাণে সরকার প্রতিশ্রুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।


বিবার্তা/ রাহেনুর/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com