
কক্সবাজারের পেকুয়ায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জন্নাতুল সুরা নামে ১০বছর বয়সী এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
৯ ডিসেম্বর, শনিবার দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী মাতবর পাড়া এলাকায় দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার প্রবাসী মো. সোলেমানের মেয়ে ও পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরে শিশু জন্নাতুল সুরা তারা বিদ্যাপীঠ পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিলেন। ওই সময় মগনামা ইউনিয়নের শরৎ ঘোনার বাসিন্দা ইব্রাহিম নামে এক মোটরসাইকেল চালক ওই সড়কে শিশুটিকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হয়।
পরে ওই মোটরসাইকেল চালক আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া সদর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে শিশুকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে মোটর সাইকেল চালক পলাতক রয়েছে বলে জানান।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস মোবাইল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
বিবার্তা/ফরহাদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]