
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি সাবিয়ার রহমান স্বাধীনকে গ্রেফতার করেছে র্যাব।
৮ ডিসেম্বর, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বাধীন ওই এলাকার মৃত বাইতুল ইসলামের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর বাগানপাড়া গ্রামের মাদক কারবারি সাবিয়ার রহমান স্বাধীন (৫০) এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই মাদক কারবারি সাবিয়ার রহমান স্বাধীন এর বসত বাড়িতে র্যাবের গোয়েন্দা টিম পৌঁছে বাড়ির চারদিক ঘেরাও কারলে ১ ব্যক্তি বাড়ির ভিতর থেকে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে তাকে হাতে নাতে বসতবাড়ির ভিতর আটক করে।
জিজ্ঞাসাবাদে স্বাধীন জানায়, তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রয়েছে। র্যাবের টিম তল্লাসি করে স্বাধীদের মালিকানাধীন বাঁশঝাড় সংলগ্ন উত্তর পাশে ময়লা স্তুপের নিচে মাটির আনুমানিক ২ ফিট গভীরে অভিনব কায়দায় পুঁতে রাখা
অবস্থায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]