শিরোনাম
সিলেটে বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:২৯
সিলেটে বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের দশম দফায় ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে সিলেটে চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।


৬ নভেম্বর, বুধবার বেলা ২টার দিকে মহানগরের সোবহানী ঘাটে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।


জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে দশম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরের সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে।


মিছিল নিয়ে তারা শাহ জালাল উপশহরের গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ছাত্রদলের দুই নেতা রাসেল ও লিমনকে গ্রেফতার করে।


পরে অভিযান চালিয়ে স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও আফসার খানকেও গ্রেফতার করা হয়।


গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, সড়ক অবরোধের চেষ্টাকালে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিবার্তা/ফয়সাল/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com